রাঁচি, ২৩ মে (হি.স.) : সাসপেন্ডড আইএএস পূজা সিঙ্ঘল মামলায় সোমবার সাহেবগঞ্জ জেলাশাসকও বিভূতি কুমারকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । বিমানবন্দর রোডের ইডি অফিসে কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১৬ মে ইডি জিজ্ঞাসাবাদের জন্য বিভূতি কুমারকে তলব করেছিল।মেয়ের বিয়ের উদ্ধৃতি দিয়ে তিনি তদন্ত সংস্থার সামনে উপস্থিত হননি।
ইডি এর আগে দুমকার জেলাশাসক কৃষ্ণচন্দ্র কিস্কু এবং পাকুর জেলাশাসক প্রদীপ কুমার সাহকে জিজ্ঞাসাবাদ করেছিল। দুজনেই জানিয়েছিলেন, সাঁওতাল এলাকায় অবৈধ খনির ব্যবসার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পঙ্কজ মিশ্রের। পঙ্কজ সাহেবগঞ্জে নিজের ও আত্মীয়স্বজনের নামে খনির ইজারা নিয়েছেন। তদন্তে জানা গেছে, সাহেবগঞ্জের জেলাশাসক বিভূতি কুমার পূজা সিঙ্ঘালের কাছে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। প্রসঙ্গত, সাসপেন্ডেড আইএএস পূজা সিঙ্ঘলকে ইডি জিজ্ঞাসাবাদ করছে। তাকে ইডি হেফাজতে রাখা হয়েছে।

