Tipra Matha : কমলাছড়া এডিসি ভিলেজে তিপ্রা মথার ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ সোমবার তিপ্রা মথা দলের উদ্যোগে এক  ডেপুটেশন প্রদান করা হয়৷ প্রতি তিন মাস অন্তর অন্তর প্রতিটি ভিলেজ কমিটিতে গ্রাম সভা করা, দ্রুততার সাথে ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পন্ন করা সহ চার দফা দাবির ভিত্তিতে সোমবার গোটা রাজ্যের প্রতিটি ভিলেজ কমিটি অফিসে ডেপুটেশন প্রদান করে তিপ্রা মথা দল৷

এদিন আমবাসা ব্লকের অন্তর্গত কমলাছড়া ভিলেজ কমিটির অফিসেও ডেপুটেশন প্রদান করে তিপ্রা মথা৷ এদিন ডেপুটেশন প্রদানের আগে দলীয় কর্মী-সমর্থকদের এক সাড়া জাগানো মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে৷ উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব তথা টি টি এ এডিসি ধলাই জোনাল এর চেয়ারম্যান প্রেম লাল মলসম৷ এদিনের এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *