লখনউ, ২২ মে (হি.স.) : সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দল সমাজবাদী পার্টির হৈ-হট্টগোলের মধ্যে শুরু হল বাজেট অধিবেশন। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের ভাষণ চলাকালীন স্লোগান তুলেছিল। প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে সদস্যরা আইনশৃঙ্খলা, কৃষক, বেওয়ারিশ গবাদি পশু এবং ধর্ষণের ঘটনা সম্পর্কিত বিষয়গুলি উত্থাপন করেছিলেন। তারা রাজ্যপালের বিরুদ্ধে স্লোগানও দেন।রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল হট্টগোলের মধ্যে বিধানসভার উভয় কক্ষের যৌথ বৈঠকে তাঁর বক্তৃতা রাখেন। তাঁর ভাষণে প্যাটেল বলেন, প্রতিরক্ষা করিডোর প্রকল্পগুলিতে কাজ সম্পূর্ণ গতিতে চলছে এবং স্ব-কর্মসংস্থান প্রকল্প এবং ক্ষুদ্র শিল্প এবং এমএসএমই প্রতিষ্ঠার উপর দৃষ্টি রয়েছে। লখনউ-গাজিপুর এক্সপ্রেসওয়ের কাজ চলছে। সরকার কৃষকদের বকেয়া পরিশোধ, বিমান চলাচলের সুবিধার উন্নতি, ২০টি সেচ প্রকল্প সম্পন্ন করেছে এবং পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করেছে। এশিয়ার বৃহত্তম বিমানবন্দর জেওয়ারে আসছে।
প্রসঙ্গত, আগামী ২৬ মে রাজ্যের বাজেট পেশ করা হবে। এদিন এর আগে সপার বিধায়ক আজম খান এবং তাঁর ছেলে আবদুল্লাহ আজমকে তাঁর চেম্বারে স্পিকার সতীশ মাহানা শপথবাক্য পাঠ করান। তাদের বিরুদ্ধে রামপুরে বিভিন্ন মামলায় সীতাপুর কারাগারে বন্দি থাকায় তারা দুজনই আগে শপথ নিতে পারেননি।