নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): ভারতের আশা কর্মীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালকের গ্লোবাল হেলথ লিডারস পুরস্কারে সম্মানিত করায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া খুশি ব্যক্ত করেছেন। এক টুইট তিনি জানিয়েছেন, আশা কর্মীরা স্বাস্থ্যসেবা সরবরাহের অগ্রভাগে রয়েছেন এবং কোভিড-১৯ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করেছেন। সমস্ত আশা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসা সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে আশা কর্মীদের ভূমিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে। সংস্থার তরফে অসামান্য অবদানের জন্য ভারতের ১০ লক্ষ মহিলা আশা কর্মীকে সম্মানিত করার কথা জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আশা কর্মীরা যেভাবে তৃণমূল স্তরের মানুষকে স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করেছেন তা এককথায় অতুলনীয়। পাশাপাশি শিশুদের সার্বিক উন্নয়নের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।