সিডনি, ২৩ মে (হি.স.): অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ। সোমবার ক্যানবেরায় ৫৯ বছরের অ্যালবানিজকে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে শপথ বাক্য পাঠ করানো হয়। লেবার পার্টির সেনেটর পেনি ওয়াং নতুন বিদেশ মন্ত্রী হয়েছেন। রিচার্ড মার্লেস উপ-প্রধানমন্ত্রী হচ্ছেন। অর্থমন্ত্রকের দায়িত্বে আসছেন কেটি গ্যালাঘের। অস্ট্রেলিয়ার ৩১ তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ।
জাপানের রাজধানী টোকিও-তে আয়োজিত কোয়াড শিখর সম্মেলনকে সামনে রেখে তড়িঘড়ি শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৭ সালে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এই কৌশলগত নিরাপত্তামূলক জোট গঠন করা হয়। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে অংশ নিতেই তড়িঘড়ি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ। পরে তিনি জানিয়েছেন, বিদেশমন্ত্রী পেনি ওয়াং-এর সঙ্গে কোয়াড লিডারস সামিটে যোগ দিতে জাপানে যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ ফোরামে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। আমি জাপানের প্রধানমন্ত্রী কিশিদা, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ।