Scam : খোয়াইয়ে পেট্রোল পাম্পে জল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ একেই পেট্রোলের আকাল, তার উপর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পেট্রোল ঢুকানোর পর পেট্রোলের ট্যাঙ্কে মিলছে শুধুই জল৷ ঘটনা  খোয়াই শহরে৷  শহরের উপর দুটি পেট্রোল পাম্পের  মধ্যে এস সি পোদ্দার নামক পেট্রোল পাম্প থেকে বেরুচ্ছে শুধু জল৷  বহু বাইক আরোহী এই পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে নিয়ে যায়৷ তাদের বাইক গুলো কিছু দূর গিয়েই বন্ধ হয়ে পড়ে বলে অভিযোগ৷ সমস্ত বাইক আরোহীরা এই সমস্যার জন্য তাদের বাইকগুলো নিয়ে আসেন স্থানীয় বাইক মেকানিকের কাছে৷

বাইক মেরামত করে বাইকের সব যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করে যখন কোন ত্রুটি পাওয়া যাচ্ছিল না তখন বাইকের পেট্রোল ট্যাংক খুলে সব পেট্রোল বের করে দেখতে পান দু লিটার পেট্রোল এর মধ্যে দেড় লিটারই জল৷ এই ঘটনা জানাজানি হতেই বহু বাইক আরোহী ওই পেট্রলপাম্পের সামনে জড়ো হয় এবং প্রতিবাদ করতে শুরু করে৷ বহু ভোক্তা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বোতলবন্দী জল মিশ্রিত পেট্রোল সামনে তুলে ধরে ঘটনার সত্যতার পরিচয় দেন৷ এরপরই পেট্রোল পাম্পের মালিক তড়িঘড়ি করে পেট্রোল নেই এই সাইনবোর্ড ঝুলিয়ে দেন৷

বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷  পেট্রোল পাম্পের মালিক উল্টো গ্রাহকদের হুমকি দিতে থাকেন পারলে কিছু করে দেখানোর জন্য৷ এমনই অভিযোগ গ্রাহকদের৷৷ পেট্রোলপাম্প কর্তৃপক্ষ এ বিষয়ে নিজেদের সাফাই দিতে গিয়ে জানান পেট্রোল এর সঙ্গে কিভাবে জল আসছে তা তারা জানেন না৷  

এদিকে  ভোক্তাদের অভিযোগ তাদের পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকেই জল ভরে আছে৷তবে  দিনভর এই পেট্রোল পাম্প থেকে জল মিশ্রিত পেট্রোল সরবরাহ করা হলেও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর খোয়াই মহকুমা প্রশাসন এবং তার খাদ্য দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করে নি বলে অভিযোগ৷ ঘটনায় ক্ষোভ গ্রাহক মনে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *