নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ চুরির চবিবশ ঘণ্টার মধ্যে গোপন সূত্রের ভিত্তিতে চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে কৈলাসহরের ইরানী থানার পুলিশ৷ রবিবার দুপুরে ইরানি থানার পুলিশ ধৃতদের কৈলাসহরের আদালতে প্রেরণ করে৷ ঘটনার বিবরনে জানা যায় যে, কৈলাসহরের বাবুরবাজার এলাকায় গ্রাহক পরিসেবা কেন্দ্রের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে নগদ পাঁচ লক্ষ টাকা এবং সি.সি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল৷ শনিবার সকালে গ্রাহক পরিসেবা কেন্দ্রের মালিক দোকানে এসে তালা খুলে দোকানের ভিতরে ঢুকে ঘটনা প্রত্যক্ষ করে৷ সঙ্গে সঙ্গে দোকান মালিক ইরানি থানার পুলিশকে খবর দেয়৷ অভিযোগ মূলে তদন্তে নামে পুলিশ৷
তদন্তক্রমে শনিবার গভীর রাতে ইরানি থানার পুলিশ উত্তর জেলার ধর্মনগরে গিয়ে ধর্মনগর পুলিশের সাহায্য নিয়ে ধর্মনগর শহরের এক হোটেল থেকে আবু ইউসুফ নামে এক যুবককে আটক করে ইরানি থানায় নিয়ে আসে৷ ধৃত আবু ইউসুফের বাড়ি বাবুরবাজারের চুরি হওয়া গ্রাহক পরিসেবা কেন্দ্রের পাশেই অবস্থিত৷ এব্যাপারে ইরানি থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান যে, আবু ইউসুফকে আটক করার সময় আবু ইউসুফের কাছ থেকে নগদ ৬৩৩০০টাকা এবং নতুন একটি মোবাইল উদ্ধার করা হয়৷ পুলিশের জিজ্ঞাসাবাদে আবু ইউসুফ চুরির ঘটনা স্বীকার করে বলে জানান পুলিশ৷ পরবর্তীতে আবু ইউসুফের কথার উপর ভিত্তি করে কৈলাসহরের শ্রীনাথপুর গ্রামের সমসের আলী হরফে মনসুর আলী নামে আরেক যুবককেও গ্রেফতার করে পুলিশ৷ ওসি জাহাঙ্গীর হোসেন আরও জানায় যে, এই চুরি কান্ডে আবু ইউসুফ এবং সমসের আলী ছাড়াও আরও কয়েকজন জড়িত আছে৷ খুব শীঘ্রই বাকীদেরকেও জালে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ৷