Bicycle Rally : আন্তর্জাতিক জৈব দিবস উপলক্ষে  সচেতনতামূলক বাই সাইকেল রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস পালন করা হয় রবিবার৷ এই আন্তর্জাতিক জৈব দিবস উপলক্ষে  এক সচেতনতামূলক বাই সাইকেল রেলির আয়োজন করা হয় আগরতলায়৷

এদিন  রাজধানীর হেরিটেজ পার্ক থেকে বাই সাইকেল রেলীটি শুরু হয়ে  শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ এই বছরের আন্তর্জাতিক জৈব বৈচিত্র দিবসের ভাবনা সমস্ত প্রানীর জন্য সমান সম্মান জ্ঞাপন ও তাদের সংরক্ষণ৷  আগরতলা সাইক্লোথনের সদস্যরা এই বাই সাইকেল রেলিতে অংশ নেয়৷ মূলত সারা রাজ্য এবং সব মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা পৌঁছে দিতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *