জয়পুর, ২১ মে (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, দেশ কোন দিকে যাচ্ছে তা আমরা জানি না। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে গেহলট বলেছেন, “পূর্ববর্তী সরকার এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের উত্তরাধিকার ভুলে যাওয়ার জন্য ভীষণ উৎসাহী বর্তমান সরকার (কেন্দ্রীয় সরকার)। অন্য কোনও দেশে এমনটা হয় না। আমরা জানি না আমাদের দেশ কোন দিকে যাচ্ছে।”
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আরও বলেছেন, “বিগত ৭০ বছরে, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং বিয়ন্ত সিং প্রাণ হারিয়েছেন, কিন্তু আমরা কখনও খালিস্তান আসতে দিইনি। এখন বিভিন্ন জায়গায় দাঙ্গা চলছে, আমরা দাবি করছি প্রধানমন্ত্রীকে অবশ্যই এই ধরনের অসামাজিক কাজকর্মের নিন্দা করতে হবে, কেন তিনি এমনটা করছেন না?”