শ্রীনগর, ২০ মে (হি.স.): সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা ফের ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙধার সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে সেনাবাহিনী। নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিহত ওই জঙ্গি পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার কুপওয়ারা জেলার তাঙধার সেক্টরের কাছে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালান সেনাবাহিনীর ৩/৯ গোর্খা রাইফেলসের জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পাক জঙ্গির। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান চলছে।