Amara Bangali : বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় আমরা বাঙালি দলের তরফে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ বৃহস্পতিবার বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় আমরা বাঙালি দলের তরফ থেকে৷ এদিনের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল৷ এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলা ভাষা শহীদদের স্মরণ করা হয়৷


তারপরে আমরা বাঙালি দলের কার্যকর্তারা বাংলা  ভাষা রক্ষার জন্য স্লোগান দিতে থাকেন৷ হিন্দি ভাষাকে বাদ দিয়ে বাংলা ভাষাকে সম্মান দিতে হবে-এই সম্পর্কিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে এদের বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালি দলের কার্য কর্তারা৷ সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, রাজ্যে গণতন্ত্র নেই৷ বর্তমান সরকার বাংলা ভাষাকে অবদমন করছে৷ প্রত্যেকটি জায়গায়, শিক্ষা ক্ষেত্রে বাংলা ভাষা আজ অবমাননার শিকার৷ বাংলা ভাষাকে আমাদের প্রথম ভাষা হিসেবে গ্রহন করার দাবি জানানো হয় এদিন৷ এছাড়াও বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় এদিন কার্য কর্তারা৷ বিরোধীদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে৷ সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন এদিন গৌরাঙ্গ রুদ্র পাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *