নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সাতসকালে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য গোটা এলাকায়৷ কি কারণে এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ কদমতলা বরগোল গ্রামের আমটিলার বাসিন্দা সুশান্তি নাথ৷পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওই মহিলা৷ মানসিক অবসাদেও ভুগছিলেন অসুস্থতার কারণে৷ বুধবার বিকেল থেকেই মহিলাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানান মৃতার ভাসুর৷ অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তি নাথের ঝুলন্ত মৃতদেহ৷
খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷ মৃতার স্বামীও দীর্ঘদিন ধরে অসুস্থ বলে জানা গেছে৷ তবে কি কারণে ওই মহিলার মৃত্যু সে ব্যাপারে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ যাবে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন৷