CPIM : ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের ১৩৩ তম জন্ম দিবস পালন করল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷   ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের ১৩৩ তম জন্ম দিবস ছিল বৃহস্পতিবার৷ দিনটি সিপিআইএমের পক্ষ থেকে রাজ্য কার্যালয়ে পালন করা হয়৷ হো চি মিন -এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়৷ উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী৷ তিনি হো চি মিনের জীবনী  তুলে ধরেন৷

এদিন জিতেন চৌধুরী বলেন, হ চি মিনের যে আদর্শ সেই আদর্শকে পাথেয় করে আগামী দিনে রাজ্য সহ দেশে যে স্বৈরাচারীতা চলছে তা হটাতে বদ্ধ পরিকর বাম সংগঠনগুলি৷ তিনি এও বলেন যতদিন পর্যন্ত দেশে ভেদাভেদ বৈষম্য থাকবে ততদিন পর্যন্ত হো চি মিনের নীতিকে পাথেয় করে বাম সংগঠন এগিয়ে যাবে৷