Mayor : পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ধারাবাহিক ভাবে আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের সমস্যাগুলি চিহ্ণিত করে তা দূরীকরনে উদ্যোগ নিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ বুধবার তারই অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ১২ নং ওয়ার্ড পরিদর্শন করেন৷ সঙ্গে ছিলেন ১২ নং ওয়ার্ডের কর্পোরেটার শান্তনা সাহা, কর্পোরেটার প্রদীপ চন্দ , কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা৷

পরিদর্শন কালে মেয়র জানান ১২ নং ওয়ার্ডের রাধানগর এলাকায় দীর্ঘ দিন যাবৎ বেশ কিছু সমস্যার সমাধান হয়নি৷ বিশেষ করে বর্ষার সময় বেশ কিছু রাস্তা জলমগ্ণ থাকে৷ দীর্ঘ ২৫ বছরের এই সমস্যাগুলি থেকে বাসিন্দাদের স্বস্তি দিতে পুর নিগম উদ্যোগী৷ ইতিমধ্যেই এই ওয়ার্ডে ৮০  লক্ষ টাকার কাজ শুরু হয়ে গেছে৷ আগামী দিনে আরও কাজ হবে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিধানসভার জন্য ৫ কোটি টাকার বাড়তি ফান্ড দিয়েছিলেন৷ সেই কাজগুলির টেন্ডার হয়ে গেছে৷ সব কাজ এক সঙ্গে নিস্পত্তি করা সম্ভব হবে না৷ ধীরে ধীরে সমস্ত কাজ হয়ে যাবে বলে কথা দেন তিনি৷

সময়ের অভাবের জন্য কাজ শেষ করতে কিছুটা দেরী হবে বলে জানান মেয়র৷ আগামী বর্ষার মরশুমে এই ওয়ার্ড জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷ বাজার কমিটি ভেঙে দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি জানান  বাজার কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ তিনি দেননি৷ মেয়রের কথায়, বাজার কমিটি ঠিক করবে বাজারের ব্যবসায়ীরা৷ এই ক্ষেত্রে পুর নিগমের কোন এক্তিয়ার নেই হস্তক্ষেপ করার৷ আমতলী বাজার কমিটি ভেঙ্গে দেওয়ার কোন নির্দেশ দেওয়া হয়নি বলে জানান মেয়র দীপক মজুমদার৷ উল্টে তিনি বাজার কমিটিকে আহ্বান জানান সমস্যা থাকলে এসে কথা বলার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *