নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হল প্রদেশ মহিলা কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দলের মহিলা শাখা৷ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এনে এদিন বিক্ষোভে সামিল হয় দুই দলের মহিলা নেতৃত্বরা৷
পার্শবর্তী রাজ্য আসাম বন্যার ফলে ক্ষতিগ্রস্থ৷ যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার৷ সড়ক ও রেল পথে যোগাযোগ বন্ধ হয়ে আছে৷ বহি:রাজ্যের পণ্যবাহী গাড়ি গুলি রাজ্যে প্রবেশ করতে পারছে না৷ ফলে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আরো বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন অনেকেই৷ এদিকে পেট্রোপণ্যের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেধে দেওয়া হয়েছে৷ নির্দিষ্ট গণ্ডির থেকে বেশি পেট্রোল কেউ ক্রয় করতে পারবেন না৷
এদিন তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ ময়দানে বিবেকানন্দের মূর্তির পাদদেশে৷ এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক৷ তিনি বলেন, বাম আমল অথবা রাম আমল সাধারণ মানুষের একই অবস্থা৷ রাজ্য সরকারের উচিত সাধারণ মানুষের জন্য সংকটকালীন সময়ে কথা চিন্তা করে দুই থেকে আড়াই মাসের খাদ্য সামগ্রী এবং পেট্রোপণ্য রাজ্যে সঞ্চিত রাখা৷ কিন্তু বিগত আমলেও সাধারণ মানুষের কথা চিন্তা করেনি সরকার বর্তমানেও একই অবস্থা৷ এমনই অভিযোগ সুবল ভৌমিকের৷ যতদিন পর্যন্ত রাজ্যের সাধারণ মানুষের দাবিগুলো পূরণ হবে না ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তৃণমূল রাজ্য কনভেনার৷
অপরদিকে প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এদিন কংগ্রেস ভবনের সামনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ এদিন মহিলা কংগ্রেস প্রতিনিধিরা জানান, প্রতিনিয়ত ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে৷ সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে৷