Narendra Modi: ভগবান বুদ্ধের চিন্তাধারা বসুন্ধরাকে আরও শান্তিপূর্ণ ও সুরেলা করে তুলতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভগবান বুদ্ধের চিন্তাধারা আমাদের বসুন্ধরাকে আরও শান্তিপূর্ণ, সুরেলা এবং টেকসই করে তুলতে পারে। ভারতের পাশাপাশি সমগ্র বিশ্বে সোমবার যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিয়ে হয়েছে ভগবান গৌতম বুদ্ধের জন্মদিন বুদ্ধপূর্ণিমা। নেপালের লুম্বিনীতে ৫৬৩ খ্রীষ্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ তথা সিদ্ধার্থের জন্ম। হিন্দুধর্ম মতে বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। তাঁর জন্মের দিনটি বৈশাখী বুদ্ধপূর্ণিমা বা ভেসক বলেও পরিচিত।

বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন জানিয়েছেন, “বুদ্ধ পূর্ণিমায় আমরা ভগবান বুদ্ধের নীতিগুলি স্মরণ করছি এবং সেগুলি পূরণ করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ভগবান বুদ্ধের চিন্তাধারা আমাদের বসুন্ধরাকে আরও শান্তিপূর্ণ, সুরেলা এবং টেকসই করে তুলতে পারে।” বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে এদিন মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীতে বহু মানুষ পুণ্যস্নান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *