লুম্বিনী, ১৬ মে (হি.স.): নেপালের লুম্বিনী পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লি থেকে উত্তর প্রদেশের কুশীনগর হয়ে নেপালের লুম্বিনী পৌঁছেছেন মোদী, সেখানে পৌঁছনোর পর মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। নেপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি পঞ্চম সফর।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে এদিন লুম্বিনীর পবিত্র মহামায়াদেবী মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সর্বদা তাঁর সঙ্গে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এদিন লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। লুম্বিনী মঠ অঞ্চলের মধ্যে দিল্লির ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফেডারেশনের অন্তর্গত একটি প্লটে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত একটি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।