দেহরাদূন, ১৬ মে (হি.স.): চলতি মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা, ৩ থেকে ১৬ মে এই ১৪ দিনেই মৃত্যু হয়েছে ৩৯ জন পুণ্যার্থীর। অধিকাংশ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে ও উচ্চতায় অসুস্থতার কারণে। সোমবার সকালে উত্তরাখণ্ডের ডিজি স্বাস্থ্য ডাঃ শৈলজা ভাট জানিয়েছেন, চারধাম যাত্রা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে উত্তরাখণ্ডের বাসিন্দাও রয়েছেন।
৩৯ জনের মধ্যে অধিকাংশ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও উচ্চতায় অসুস্থতার কারণে। ডাঃ শৈলজা ভাট জানিয়েছেন, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে যাতায়াতের রুটে তৈরি সমস্ত পয়েন্টে তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যে সমস্ত পুণ্যার্থীরা শারীরিকভাবে সুস্থ নন, তাঁদের ভ্রমণ না পরামর্শ দেওয়া হচ্ছে।