IPFT : আইপিএফটি সুপ্রিমো এন সি দেববর্মাই, কোন্দল মিটিয়ে ভাঙ্গন রোধে কৌশলী চাল

আগরতলা, ১২ মে (হি. স.) : আইপিএফটি নিজের অস্তিত্ব মুছে অন্য কোন রাজনৈতিক দলে বিলীন হবে না। বরং দলে মেবার যুগের অবসান ঘটিয়ে আইপিএফটি সুপ্রিমো রয়ে গেলেন এন সি দেববর্মাই। একদিনের বর্ধিত সম্মেলনে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে বলে জানিয়েছেন খোদ এনসি দেববর্মা। সাথে তিনি সাফ জানান, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। এক্ষেত্রে দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ভাঙ্গন রুখতে কৌশলী চাল দিয়েছেন এন সি দেববর্মা, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

এদিন সাংবাদিক সম্মেলনে এনসি বাবু বলেন, সারা ত্রিপুরায় আইপিএফটির ৩৩টি বিভাগীয় কমিটি রয়েছে। প্রয়োজনের তাগিদে অন্তর্বর্তী সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে, ২৭টি বিভাগীয় কমিটি থেকে ৪১০ জন প্রতিনিধি এবং বিভিন্ন পর্যবেক্ষক মিলিয়ে সর্বমোট ৬০০ জন ওই সম্মেলনে অংশ নিয়েছেন।

তাঁর কথায়, ২০০৯ সালে আইপিএফটি গঠিত হওয়ার পর থেকে ত্রিপুরা ও দিল্লিতে লাগাতর আন্দোলন জারি রেখেছে। দলের রাজনৈতিক দাবি তিপরাল্যান্ড নিয়ে আন্দোলন চলছে। মাঝে ২০১৮ সালে বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়ী হওয়ার পর জোট সরকার ত্রিপুরায় পরিচালিত হচ্ছে।

তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় রয়েছে এবং আগামীদিনেও তা অক্ষুন্ন থাকবে। দুই শরিক মিলেই মন্ত্রিসভার কাজ পরিচালনা করা হবে। তাঁর সাফ কথা, আইপিএফটি নিজের অস্তিত্ব মুছে অন্য কোন রাজনৈতিক দলে বিলীন হবে না। আজকের সম্মেলনে ঐক্যমত্যের ভিত্তিতে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিন তিনি হুশিয়ারি দিয়ে বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তা মেনে নেওয়া হবে না। আইপিএফটি আঞ্চলিক দলে মিশে যাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর কড়া বার্তা, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে দল।

এন সি দেববর্মা বলেন, আকস্মিক পরিস্থিতির নিরিখে এক মাসের মধ্যে দলের অন্তর্বর্তী সম্মেলন করতে হয়েছে। গত ২ ও ৩ এপ্রিল রাজ্য সম্মেলনে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আজকের সম্মেলনে সেই অসমাপ্ত কাজ পূর্ণতা পেয়েছে। তিনি জানান, আইপিএফটির কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।আজকের সম্মেলনে আইপিএফটির ৮ জন বিধায়কের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। গত ৩ এপ্রিল রাজ্য সম্মেলনের পর আইপিএফটির সভাপতি জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া নির্বাচিত হয়েছিলেন। কিন্ত, আজ সাফ জানানো হয়েছে, দলের সুপ্রিমো রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মাই। সভাপতির পদে তিনিই থাকছেন। এছাড়া, অন্যান্য পদাধিকারীও নিজ নিজ পদে রয়েছেন। এক্ষেত্রে দলের সাধারণ সম্পাদক পদে মেবার কুমার জমাতিয়া আছেন, না তাঁকে সরানো হয়েছে এ-বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *