আগরতলা, ১১ মে : রাজ্যে বিজেপি-জোট সরকার প্রতিষ্ঠার পর একাধিক বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পরিণত করেছে। এই সকল বিদ্যালয়ে সিবিএসই পাঠ্যক্রম চালু করা হচ্ছে। রাজধানীর অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়কেও বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।
বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে সিবিএসই সিলেবাস অনুযায়ী শিক্ষা দান শুরু হয়েছে।
এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডা: মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেট অলক রায়, পুর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ ডা: মানিক সাহা বলেন, খুবই আনন্দের বিষয়, অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এখন থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমে সিবিএসই পাঠ্যক্রম অনুসারে পঠন পাঠন হবে। দেশের ভালো ভালো স্কুলের ন্যায় এই বিদ্যালয়েও পড়াশুনা হবে।
সাথে তিনি যোগ করেন, পাঠ দানের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয়গুলিতে কিভাবে পাঠ দান করতে হবে এই নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।তাঁর দাবি, এতদিন ধরে শুধু শহরের বেসরকারী বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা সিবিএসই শিক্ষায় পাঠ গ্রহন করত। ফলে পিছিয়ে পড়ত সরকারি বা বাংলা মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। কিন্তু এখন রাজ্যের ১০০টি বিদ্যালয়ে এই প্রকল্প চালু হওয়ায় প্রত্যেক শিক্ষার্থীরা উন্নত শিক্ষায় শিক্ষিত হবে।