Hockey : মনিপুরে জাতীয় হকি শুরু : ত্রিপুরার প্রথম ম্যাচ শনিবার, পাঞ্জাবের বিরুদ্ধে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে। মনিপুরে শুরু হয়েছে ১২-তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ। আয়োজক মনিপুর সহ সারাদেশের ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবারকার আসরে অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে আজ, বুধবার খেলা ছিল আয়োজক মনিপুর বনাম কেরালার মধ্যে। এটি পুল বি-এর খেলা। উল্লেখ্য, অংশগ্রহণকারী ২৫টি দলকে আটটি গ্রুপে রাখা হয়েছে। পুল এ-তে রয়েছে হরিয়ানা, বাংলা ও জম্মু-কাশ্মীর।

পুল বি-তে ঝাড়খন্ড, মণিপুর ও কেরালা। পুল সি-তে উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং গুজরাট। পুল ডি-তে  ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড। পুল ই-তে দিল্লি, মহারাষ্ট্র ও আসাম। পুল এফ-এ তামিলনাড়ু, চন্ডিগড় এবং অরুণাচল। পুল জি-তে পাঞ্জাব, ত্রিপুরা এবং হিমাচল। পুল জি-তে বিহার, কর্নাটক, মিজোরাম এবং তেলেঙ্গানা। ত্রিপুরা দলের প্রথম ম্যাচ ১৪ই মে, সকাল পৌনে দশটায়। খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। তিন দলীয় গ্রুপে ত্রিপুরা দলের দ্বিতীয় তথা শেষ ম্যাচ ১৬ই মে, সকাল পৌনে দশটায়। খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। গ্রুপ লিগের খেলা ১৭মে পর্যন্ত চলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। ১৮মে বিরতির পর, ১৯মে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

পুনরায় বিরতি কাটিয়ে ২১ এবং ২২ মে রাখা হয়েছে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ণায়ক এবং ফাইনাল ম্যাচ। খেলা হচ্ছে মনিপুরের ইম্ফলে খুমান লাম্পাক স্পোর্টস কমপ্লেক্সে। বলাবাহুল্য, ত্রিপুরা দল যথারীতি মণিপুরে পৌঁছেছে এবং প্রথম ম্যাচের আগে নিজেদের কিছুটা তৈরি করে নিচ্ছে বলে খবর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *