নয়াদিল্লি, ১১ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন বোঝার জন্য বিচ্ছিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নয়, একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার বিজ্ঞান ভবনে ‘মোদী@২০ : ড্রিমস মিটিং ডেলিভারি’ শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদী সমাজকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে কাজ করেছেন। দেশের রাজনীতিতে তিনিই প্রথম এমন নেতা, যার পরিবার নেই। দূরবীন দিয়ে খোঁজ করেও এমন নেতা পাওয়া যাবে না।” শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী সমাজের প্রতিটি অঞ্চল এবং অংশের সবচেয়ে জনপ্রিয় নেতা।
প্রধানমন্ত্রী মোদীর এমনকি পঞ্চায়েত চালানোর অভিজ্ঞতাও ছিল না যখন তাকে গুজরাটের মুখ্যমন্ত্রী করা হয়েছিল এবং তা সত্ত্বেও তিনি ধারাবাহিকভাবে জয়লাভ করেছিলেন এবং বেশ দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আজকে যারা আমার সামনে আছেন, তারা গত ২০ বছর ধরে নরেন্দ্র মোদীকে চেনেন। আপনি তার সফল ২০ বছর দেখেছেন। আপনি ভারত এবং গুজরাটে তার নেতৃত্বের পার্থক্য দেখেছেন।” তিনি আরও বলেন, “আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বলব, এর আগে ৩০ বছরের যাত্রা জানা দরকার। দারিদ্র্যের আঙিনা থেকে উঠে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাকে যদি বুঝতে হয়। দেশ, একজন ছোট কর্মী থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হওয়া এবং ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যাত্রা, পঞ্চায়েতের সদস্য না হওয়া সত্ত্বেও প্রথম ৩০ বছর সম্পর্কে আপনাকে জানতে হবে। মোদীজির রাজনৈতিক জীবন বোঝার জন্য, তাঁকে বিচ্ছিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নয় বরং একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে”।