খোয়াই, ১০ মে : খোয়াইয়ে গাড়িসহ তিনটি গরু আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, চেবরি এলাকা থেকে একটি পণ্যবাহী অটোতে করে তিনটি গবাদিপশু শহর এলাকা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। স্থানীয় জনগণ গরুবোঝাই গাড়িটি আটক করেন।
গরু বোঝাই গাড়ি আটক করে খোয়াই থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ছুটে আসে। গরু গুলি ক্রয় করা এবং নিয়ে যাওয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি অটো চালক। স্বাভাবিক কারণেই গরু গুলি পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটিও আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে ব্যক্তিকে গরুসহ আটক করা হয়েছে ওই ব্যক্তি বেআইনিভাবে প্রতিনিয়তই গরু বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। বিষয়টি স্থানীয় জনগণের নজরে রয়েছে। বেআইনিভাবে গরু বাংলাদেশে পাচার বন্ধ করার লক্ষ্যেই তারা গরু বোঝাই গাড়িটি আটক করেছেন বলে জানান।
এদিকে ঘটনাস্থলে খোয়াই থানার পুলিশ এসে অটো চালকের কাছে গরুর বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু গরু নিয়ে যাওয়ার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে খোয়াই থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে।
উল্লেখ্য রাজ্যের বিভিন্ন এলাকা থেকে একই কৌশলে গরু বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের প্রবণতা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে স্থানীয় জনগণের তরফ থেকে জানানো হয়েছে।