Thief : পৃথক স্থানে চারটি গবাদী পশু চুরি

আগরতলা, ১০ মে : রাজ্যে গরু চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। গোমতী জেলার কাকড়াবন থানার জামজুড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে দুটি গবাদি পশু এবং করবুকের ঘোড়াকাপ্পা সীমান্ত এলাকা থেকে আরও দুটি গরু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশি চোরের দল। প্রতি রাতেই রাজ্যের কোন না কোন এলাকা থেকে একই কৌশলে গরু চুরির ঘটনা অব্যাহত রয়েছে।

জানা গেছে, কাকড়াবন থানা এলাকার জামজুড়ি ৫ নং ওয়ার্ডের রাজধনগর থেকে গতকাল রাতে দুটি গবাদিপশু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গরুর মালিকের নাম উত্তম সিং। বাড়ির মালিক জানিয়েছেন, গতকাল রাতে তার বাড়ির গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু চুরি যাওয়া গরু গুলি আটক করা সম্ভব হয়নি। গরুর মালিক জানিয়েছেন, গরুর উপর নির্ভর করে তাদের পরিবার প্রতিপালন হত। গরু গুলি চুরি করে নিয়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

এদিকে, করবুকে ঘোড়া কাপ্পা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশের চোরের দল দুটি গরু চুরি করে নিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে বিএসএফের টহলদারিতে গাফিলতি থাকার কারণেই বাংলাদেশি চোরের দল কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশ করে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। সীমান্ত এলাকায় বিএসএফের টহলদারি বাড়ানোর দাবি উঠেছে।