Mayor : পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত সমাধানের আশ্বাস মেয়রের

আগরতলা, ১০ মে : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মঙ্গলবার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামলী বাজার এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এলাকার সমস্যা গুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জনগণকে আশ্বস্ত করেছেন।

এলাকা সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিগমের মেয়র বলেন, দীর্ঘদিন ধরেই শ্যামলী বাজার এলাকায় ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। ড্রেন পরিস্কার না করার ফলে জল নিষ্কাশনের ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। ফলে এলাকার মানুষজনকে জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান পৌর প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।

সাথে তিনি যোগ করেন, এলাকায় বেশ কিছু প্রকল্পের কাজ অসমাপ্ত রয়েছে। বিগত বামফ্রন্ট সরকারের আমলে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করার কথা থাকলেও ওই সমস্ত কাজকর্ম বাস্তবায়িত হয়নি। সে কারণে বিগত সরকার এবং পুরো প্রশাসনের কাজকর্মের তীব্র সমালোচনা করেছেন তিনি। তাঁর কথায়, অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করার জন্য বর্তমান প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

এলাকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, এলাকার ড্রেন সংস্কারের কাজ দ্রুত হাতে নেওয়া হবে। এছাড়া এলাকায় আর কি কি অসুবিধে রয়েছে তাও তিনি খতিয়ে দেখছেন। তিনি পুরবাসীকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার ৫ নম্বর ওয়ার্ডের জন্য অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অতিরিক্ত অর্থ দিয়ে এলাকার বকেয়া সমস্ত কাজকর্ম অতি শীঘ্রই সম্পন্ন করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান মেয়র।এদিন তিনি দৃঢ়তার সঙ্গে জানান, টাকার অভাবে কোন কাজ বন্ধ হয়ে থাকবে না। বর্তমান সরকার অর্থের প্রয়োজনীয় যোগান দেবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা শহর এলাকাকে অত্যাধুনিক করে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। এর সুফল এলাকার জনগণ ইতিমধ্যেই ভোগ করতে শুরু করেছেন। যে সমস্ত প্রকল্পের কাজ এখনো সম্পন্ন করা যায়নি তা দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। সফরকালে এলাকার কর্পোরেটর লতা নাথ এবং প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *