Narendra Modi: ইউন-কে অভিনন্দন মোদীর, জানালেন দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ ও মজবুত কাজ করার জন্য উন্মুখ

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইউন সুক ইওল-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য তিনি মুখিয়ে আছেন। পাশাপাশি ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার জন্যও প্রধানমন্ত্রী উন্মুখ হয়ে আছেন।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন রক্ষণশীল ইউন সুক ইওল। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে মোদী জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল-কে অভিনন্দন। তাঁর সঙ্গে দেখা করার জন্য ও ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।”