বেঙ্গালুরু, ৯ মে (হি.স.): মহারাষ্ট্রের গণ্ডি পেরিয়ে লাউডস্পিকার বিবাদ এবার পৌঁছে গেল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর শান্তি নগর এলাকায় অবস্থিত হনুমান মন্দিরে হনুমান চালিসা পাঠ করতে যাওয়ার আগে কয়েকজন শ্রীরাম সেনা কর্মীকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। সোমবার সকালে আটক করা হয়েছে শ্রীরাম সেনার কমপক্ষে ১৮ জন কর্মীকে।
প্রসঙ্গত, এর আগে শ্রীরাম সেনা হুঁশিয়ারি দিয়েছিল, লাউডস্পিকারে হনুমান চালিসা পাঠ করবেন তাঁরা। এদিকে, এদিনই কর্ণাটকের হুবলি জেলায় লাউডস্পিকারে মাধ্যমে ‘সুপ্রভাত আরতি’ ও পূজার্চনা করেছেন শ্রীরাম সেনা কর্মীরা। এদিন সকাল পাঁচটা নাগাদ হুবলির দিদ্দি হনূমান মন্দিরে ‘সুপ্রভাত আরতি’ ও পূজার্চনা করেছেন শ্রীরাম সেনা কর্মীরা।

