Cricket : অনূর্ধ্ব-‌১৫ ফাইনাল :‌ দীপঙ্করের ৮১ রান রাজ্য সেরা সময়ের অপেক্ষা পশ্চিম জোনের

পশ্চিম জোন-‌২০৭
উত্তর জোন-‌৬৮/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। রাজ্য সেরা হওয়ার দোড়গোরায় পশ্চিম জোন। বড় কোনও অঘটন না ঘটলে সোমবার দ্বিতীয় দিনের সকালেই পশ্চিম জোনের রাজ্য সেরা হওয়া নিশ্চিত হয়ে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার দিনের শেষ বেলায় পশ্চিম জোনের বোলাররা যেভাবে দাপট দেখালো আজ সকালের স্যাঁতস্যাঁতে উইকেটে সেই দাপট অব্যহত থাকলেই অনূর্ধ্ব-‌১৪ এর পর অনূর্ধ্ব-‌১৫ আসরেও রাজ্য সেরার সম্মান পাবে পশ্চিম জোন। আপাতত ১৩৯ রানে এগিয়ে পশ্চিম জোন।

দ্বিতীয় দিনের সকালে পশ্চিম জোনের দরকার ৫ উইকেট। রবিবার এম বি বি স্টেডিয়ামে কার্যত সারাদিনই দাপট দেখায় পশ্চিম জোনের ক্রিকেটাররা। ২২ গজে দাপটের সঙ্গে ব্যাট করলেও দীপঙ্কর ভাটনাগরের দুর্ভাগ্য। ওর চওড়া ব্যাট উত্তর জোনের বোলারদের শাসন করলেও নিজের শতরান থেকে ১৯ রান দূরে থেমে যায় ইনিংস। নতুবা পশ্চিম জোনের স্কোর আরও বাড়তো। সকালে টসে জয়লাভ করে পশ্চিম জোন ৫৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করে। দীপঙ্কর ছাড়া পশ্চিম জোনের কোনও ব্যাটসম্যান ২২ গজে বিপক্ষের বোলারদের শাসন করতে পারেনি। ইন্ডিগোতে কর্মরত দীপক এবং গৃহিনী অন্তিকা ভাটনাগরের দুই ছেলের বড় দীপঙ্কর আসরের প্রতিটি ম্যাচেই অত্যন্ত দক্ষতার সঙ্গে বিপক্ষের বোলারদের শাসন করে গেছে। কে বি ও এন জি সি স্কুলের দশম শ্রেণীর ছাত্র দীপঙ্কর এদিন ১১২ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৮১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে পশ্চিম জোনকে লড়াকু জায়গায় নিয়ে যায়।

এছাড়া দলের পক্ষে আয়ুষ দেবনাথ ৫৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০, অর্কজিৎ পাল ২৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮, বেদাব্রত ভট্টাচার্য ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং সৌরদ্বীপ দেববর্মা ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। উত্তর জোনের পক্ষে অভিক পাল (‌৩/‌৪৩) এবং রেজাওল ইসলাম (‌২/‌২২) সফল বোলার।

জবাবে খেলতে নেমে পশ্চিম জোনের বোলারদের সাড়াশি আক্রমণে শুরু থেকেই বেকায়দায় পড়ে যায় উত্তর জোন। প্রথম দিনের শেষে উত্তর জোন ৩০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। দলের কোনও ব্যাটসম্যানই ২২ গজে তেমন রুখে দাড়াতে পারেনি। দলের পক্ষে ওপেনার অনিক দাস ৬৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ১৯,স্বাগত চন্দ ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অভিক পাল ১৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। পশ্চিম জোনের পক্ষে আকাশ রায় (‌২/‌২) এবং রাকেশ রুদ্র পাল (‌২/‌১২) সফল বোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *