ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। রাজ্য দল ঘোষিত। জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের জন্য। ১২তম হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে ১১মে থেকে। ১২ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২২ মে পর্যন্ত। খেলা হবে গৌহাটিতে। এতে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা দলের নির্বাচিত খেলোয়ারদের নাম ঘোষণা করা হয়েছে। হকি ত্রিপুরার পক্ষ থেকে নির্বাচক কমিটির চেয়ারম্যান জয়ন্ত ভৌমিক রাজ্য দলের হকি খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করেছেন। রাজ্য দলকে নেতৃত্ব দেবে তুয়া ভট্টাচার্য।
গোলরক্ষকের ভূমিকায় থাকবে অনন্যা সূত্রধর ও তানিয়া মজুমদার। এছাড়া, অন্যান্য খেলোয়াড়রা হলো অনামিকা দত্ত, বিউটি সূত্রধর, বিজয়া শীল, দেবস্মিতা দেবনাথ, জয়া শীল, প্রিয়াঙ্কা গিরি, নোবালী পাল, আশা দাস, বিপাশা বিশ্বাস, চন্দনা সূত্রধর, মনিকা বিশ্বাস, জুয়েল দাস, প্রিয়াংকা বিশ্বাস, পূজা দেবনাথ এবং রুম্পা দাস। রাজ্য দলের কোচ তপা বিশ্বাস এবং ম্যানেজার দিলীপ দাস। ইতিমধ্যেই রাজ্য দল জাতীয় আসরে অংশ নেওয়ার জন্য আগরতলা থেকে রওনা হবে হকি ত্রিপুরার পক্ষ থেকে জানানো হয়েছে।