ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। শান্তিরবাজারে রানের বণ্যা। বাইখোড়া স্কুল মাঠে। দুই ইনিংসে মোট রান হয় ৬০০। শেষ পর্যন্ত জয় পায় চুং কাউ থাংগা দল। ৩৮ রানে পরাজিত করলো ব্রু জোয়াইন মথৌ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র পুরুষদের চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে। রবিবার অনুষ্ঠিত ম্যাচে চুং কাউ থাংগা দলের গড়া ৩১৯ রানের জবাবে ব্রু জোয়াইন মথৌ দল ২৮১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শিবম শতরান করেছেন।
এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চুং কাউ থাংগা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৯ রান করে। দলের পক্ষে শিবম ৯১ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৬, নীহাল চন্দ্র শ্রীবাস্তব ৬০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫,ক্লিন্টন রিয়াং ৫৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, সুনীল রিয়াং ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং অভিনন্দন রিয়াং ১১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ (অপ:) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ব্রু জোয়াইন মথৌ দলের পক্ষে অলয় দেববর্মা (২/৪২), রাম কিশোর রিয়াং (২/৫০) এবং প্রদীপ দেববর্মা (২/৬৭) সফল বোলার।
জবাবে খেলতে নেমে ব্রু জোয়াইন মথৌ দল ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮১ রান করতে সক্ষম হয়। লড়াই দুর্দান্ত করলেও প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলো না। দলের পক্ষে ওপেনার উমেশ রিয়াং ৯৮ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৩ (অপ:), এন ভাসান্তন দেওয়ান ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,প্রদীপ দেববর্মা ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, বীতেন্দ্র রিয়াং ৪৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অলয় দেববর্মা ৪৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৫১ রান। চুং কাউ থাংগা দলের পক্ষে নীহাল চন্দ্র শ্রীবাস্তব (৫/৬১) এবং মতেন্দ্র রিয়াং (২/৬৫) সফল বোলার।