নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার আগরতলা কংগ্রেস ভবনের কংগ্রেস দলের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনে মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার মানুষের আয় ক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগ গ্রহণ না করে ক্রমাগত পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ অত্যাবশ্যকীয় অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে চলেছে তাতে সাধারণ মানুষ না খেয়ে মরার উপক্রম হয়েছে বলে অভিযোগ করা হয়৷ কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিতে কংগ্রেস দলের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷
দ্রব্যমূল্য এবং জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস দল দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানানো হয়৷ প্রদেশ কংগ্রেস পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস ঔষধপত্র সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়৷ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্য সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করা হয়৷
বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে মানুষের আর্থিক স্বচ্ছতা ক্রমশ কমে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়৷ এদিন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ণ তোলা হয়৷ রাজ্যে বর্তমানে আইনের শাসন বলতে কিছুই নেই বলেও অভিযোগ করা হয়েছে৷ বর্তমান শাসক দলের ওপর মানুষের আশা ভরসা নেই বলেও তারা উল্লেখ করেন৷ শাসকদল পায়ের তলার মাটি হারিয়ে জনগণকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে