নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ টাউন ইন্দ্রনগর সংহতি ক্লাবের উদ্যোগে রবিবার এক মহতী রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন বর্তমান সময়ে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ সংকট মোকাবেলায় ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা ও সামাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে৷ মুমূর্ষ রোগীর চিকিৎসার প্রয়োজনে সকলকে রক্তের মজুদ নিশ্চিত করতে হবে৷ ইন্দ্রনগর এর সংহতি ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে সন্তোষ প্রকাশ করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন পৌরনিগমের মেয়র৷ আগামী দিনেও এ ধরনের সামাজিক কাজকর্মের এগিয়ে আসার জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷
এদিন রক্তদান শিবির ছাড়াও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে উপস্থিত জনগণ চিকিৎসা চক্ষু চিকিৎসা করিয়ে ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন৷ এদিকে রাজধানী আগরতলা শহরের শান্তি পাড়া ঐকতান সংঘ রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ ডাক্তার মানিক সাহা৷ রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডাক্তার মানিক সাহা বলেন রক্তদান মহৎ কাজ৷ রক্তদানে সমাজের সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ রক্তদান শিবির কে কেন্দ্র করে ঐকতান সংঘের সদস্য সদস্য সহ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷