চামোলি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথের পর এবার পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হতে চলছে বদ্রীনাথ মন্দিরের কপাট। পবিত্র সময় সকাল ৬.১৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দিরের কপাট। শীতের শুরুতে গত বছরের ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দিরের কপাট, হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মন্দির পুনরায় উন্মুক্ত হবে ৮ মে, রবিবার সকাল ৬.১৫ মিনিটে।
গত ৩ মে থেকে শুভসূচনা হয়ে গিয়েছে চারধাম যাত্রার, পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। গত মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উন্মুক্ত করে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। শুক্রবার থেকে উন্মুক্ত হয়ে গিয়েছে কেদারনাথ মন্দির, এবার রবিবার উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দিরের কপাট।