IGM Hospital : সদ্যোজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে পালিয়ে গেল প্রসূতি মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ রাজধানী আগরতলা শহরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল থেকে সদ্যোজাত কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেল মা৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল নাগাদ৷ কন্যা সন্তান ফেলে পালিয়ে যাওয়া মায়ের নাম পায়েল পাল৷ বয়স আনুমানিক ২২ বছর৷ বাড়ি রাজধানী আগরতলা শহরের ভট্টপুকুর এলাকায়৷ কন্যা সন্তান ফেলে পালিয়ে যাওয়া গৃহবধূর স্বামী এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন৷ তিনি জানান গতকাল তার স্ত্রী পায়েল পালকে আইজিএম হাসপাতালে ভর্তি করান৷ রাতে কন্যা সন্তান প্রসব করে পায়েল৷ তাতে স্বামীসহ পরিবারের লোকজনরা দারুণ খুশি৷

লক্ষনীয় বিষয় হলো শুক্রবার সকাল নাগাদ পায়েল পাল নামে ওই গৃহবধূ আইজিএম হাসপাতালে শয্যায় সদ্যোজাত কন্যা সন্তানকে ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়৷ দীর্ঘক্ষণ ধরে শিশুর পাশে মাকে দেখতে না পেয়ে হাসপাতালে কর্তব্যরত সেবিকারা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন এবং হাসপাতাল থেকে বিষয়টি তার স্বামীকে ফোন করে জানানো হয়৷ খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি থেকে ছুটে আসেন স্বামী ও পরিবারের লোকজনরা৷ পলাতক পায়েল পালের স্বামী জানান মাত্র দেড় ঘন্টা আগে তিনি হাসপাতাল থেকে বাড়িতে গিয়েছেন৷ এর মধ্যেই এই ঘটনা ঘটেছে৷ কেন কিভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান৷

উপরন্তু এই ঘটনার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদের রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি৷ অভিযোগ হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা পরিবারের লোকজনদের কোনভাবেই ভিতরে প্রবেশ করতে দেয় না৷ অথচ কিভাবে হাসপাতাল থেকে মা পালিয়ে যেতে সক্ষম হলো সেই প্রশ্ণ তুলেছে পালিয়ে যাওয়া গৃহবধূর স্বামী ও পরিবারের লোকজনরা৷ এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গৃহবধূর স্বামী৷ পায়েল পাল এর পাশের বেডে যেসব রোগীর ছিলেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে পায়েল পাল নাকি নাইটি বদল করে শাড়ি পরে সেখান থেকে বের হয়েছিল৷ তারপর সে আর তার সন্তানের কাছে ফিরে আসেনি৷

এ ধরনের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আইজিএম হাসপাতাল চত্বরসহ সর্বত্র রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই মায়ের ভূমিকা ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ধারণা করা হচ্ছে ,কন্যা সন্তান জন্ম দেওয়া এই মা কোনোভাবেই মেনে নিতে পারেনি৷ সে কারণেই হয়তো নিজের গর্ভজাত সন্তানকে হাসপাতালের শয্যায় ফেলে পালিয়ে গেছে ওই মা৷ এই ঘটনার পর আইজিএম হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ সংবাদ লেখার সময় পর্যন্ত পালিয়ে যাওয়া পায়েল  পালের কোন সন্ধান মিলেনি৷