আগরতলা, ৬ মে : অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি এই এলাকায় ভবঘুরের মতো বসবাস করতেন। শুক্রবার স্থানীয় একটি দোকানের বারান্দায় ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে। পুলিশ এসে দেখতে পায় ওই ভবঘুরের মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
2022-05-06