নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ কলমচৌড়া থানার পুলিশ পুটিয়া সীমান্ত গ্রাম থেকে রোহিঙ্গা পাচারকারী সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে৷ ধৃতরা হলো বাদল মিয়া, মাধব মিয়া, রাজিব মিয়া এবং আকরাম হোসেন৷ তাদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পুলিশ জানিয়েছে পুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে রোহিঙ্গাদের পাচার করা হচ্ছে৷ ইতিপূর্বে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা পুরুষ মহিলা ও শিশুদের পাচার করা হয়েছে বলে অভিযোগ৷ রোহিঙ্গা পাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কলমচৌড়া থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷
উল্লেখ্য ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে রাজ্যে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে অন্যান্য রাজ্যে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে৷ পুলিশ রোহিঙ্গা পাচার রোধে কঠোর মনোভাব গ্রহণ করেছে বলেও জানিয়েছে৷ যে চারজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ গোটা চক্রকে জালে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

