Accident : সিআরপিএফের গাড়ির ধাক্কায় গুরুতর যুবক

তেলিয়ামুড়া, ৩ মে : সিআরপিএফের গাড়ির ধাক্কায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম সঞ্জয় রুদ্র পাল। তিনি তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া তথা হতাই কতর ইকো পার্ক সংলগ্ন এলাকায়।

জানা গেছে, খুমুলুং থেকে পিবি০৮এএইচ০২৩৪ নম্বরের  গাড়িটি সিআরপিএফ ৭১ নং বাহিনীর জওয়ানদের নিয়ে তেলিয়ামুড়া যাচ্ছিল। তেলিয়ামুড়া থানাধীন ইকো পার্ক সংলগ্ন জাতীয় সড়কে কোন উৎসবকে কেন্দ্র করে চাঁদা তুলছিল হাওয়াই বাড়ি এলাকার একদল যুবক। সেই সময়  সঞ্জয় রুদ্র পাল জাতীয় সড়কের পাশে একটি মোটর সাইকেলে  বসে ছিলেন। তখন একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়িকে পাস দিতে গিয়ে আধা সামরিক বাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর সাইকেলে ধাক্কা দেয়। তাতে সঞ্জয় মোটরসাইকেল সহ রাস্তার পাশে ছিটকে পড়ে যান। মোটর সাইকেলে ধাক্কা দিয়ে সিআরপিএফের গাড়িটি চলে যায়নি। ওই গাড়ি দিয়ে গুরুতর আহত অবস্থায় সঞ্জয় রুদ্র পালকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, তার অবস্থা গুরুতর হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জি.বি হাসপাতালে স্থানান্তরিত করেছেন। জানা গেছে, ওই গাড়িটি সিআরপিএফ ৭১ নম্বর ব্যাটালিয়নের চাকমাঘাটস্থিত সি(C) কোম্পানির ছিল। খবর পেয়ে ব্যাটেলিয়ানের উচ্চপদস্থ আধিকারিকরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। পুলিশ অবশ্য এখনো ওই গাড়িটি আটক করেনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *