Narendra Modi: কোপেনহেগেন পৌঁছলেন প্রধানমন্ত্রী, প্রস্থানের প্রাক্কালে বার্লিনে খুদের সঙ্গে খুনসুটি

কোপেনহেগেন, ৩ মে (হি.স.): ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ডেনমার্ক সফর চলাকালীন ভারত-ডেনমার্ক বাণিজ্য মঞ্চের একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশে বসবাসরত ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কৌশলগত অংশিদারিত্ব, স্বাস্থ্যক্ষেত্রে যৌথ কর্মসূচির মতো নানা বিষয়ে এই সফরে আলোচনা হতে পারে। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে সোমবারই জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছন প্রধানমন্ত্রী। আতিথেয়তায় আপ্লুত প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন জার্মানি সরকারকে। মঙ্গলবারই বার্লিন থেকে কোপেনহেগেনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এদিনও বার্লিনে বসবসবাসরত ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এক খুদের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, আগামী ৪ মে প্রধানমন্ত্রী প্যারিস যাত্রা করবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ-র সঙ্গেও বৈঠক করবেন তিনি। উল্লেখ্য, এবছর ভারত ও ফ্রান্স তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে । উভয় নেতা কৌশলগত অংশিদারিত্বের একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।