কলকাতা, ১ মে (হি.স.) : ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হল এক প্রোমোটারের। মৃতের নাম সুশান্ত মুখোপাধ্যায়। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রিজেন্ট কলোনিতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।
পরিবারের সদস্যরাই প্রথমে সুশান্ত মুখোপাধ্যায়ের দেহ দেখতে পান। পুলিশকে তাঁরা জানিয়েছেন, রবিবার সকালে ডাকাডাকির পর ঘরের ভিতর থেকে সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। সন্দেহের বশে ঘরের দরজা ভেঙে ঢুকেই ঝুলন্ত অবস্থায় সুশান্তবাবুকে দেখতে পান তাঁরা। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তির অনেক ধার হয়ে গিয়েছিল। পাওনাদাররা প্রায়ই বাড়ি এসে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি। পুলিস তদন্ত শুরু করেছে৷ অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।

