ডালখোলা, ১ মে (হি.স.) : একই পাড়ায় পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ডালখোলায়। শনিবার রাতে ডালখোলা পুরসভার উত্তর ডালখোলার রাধাগোবিন্দ মন্দির সংলগ্ন বিউটি বিশ্বাসের বাড়িতে ঘরের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
বিউটি বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস জানান, তিনটি সোনার হার, দুই জোড়া সোনা বাধানো শাঁখা ও পলা চুরি হয়েছে। টিনের ঘরের তালা ভেঙে আলমারির লকার খুলে সোনার গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুদিন আগে একই পাড়ার শীতল বিশ্বাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে।