Foreign Secretary : হর্ষবর্ধন শ্রিংলার অবসর, দেশের নতুন বিদেশ সচিবের দায়িত্বে বিনয় মোহন কোয়াত্রা

নয়াদিল্লি, ১ মে (হি.স.): ভারতের নতুন বিদেশ সচিবের দায়িত্বভার গ্রহণ করলেন ১৯৮৮ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার বিনয় মোহন কোয়াত্রা। শনিবারই অবসর নিয়েছেন সদয় প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। রবিবার শ্রিংলার স্থলাভিষিক্ত হয়েছেন বিনয় মোহন কোয়াত্রা। দায়িত্ব গ্রহণের পরই এদিন প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন বিনয় মোহন কোয়াত্রা।

বিদেশ সচিবের দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে নেপালে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রবিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, বিনয় মোহন