ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেলো ইয়ং ব্লাড ক্লাব। ৯ উইকেটে পরাজিত করলো কল্পতরু ট্রাস্টকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে শনিবার হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইয়ং ব্লাড ক্লাবের বোলারদের আটোসাটো বোলিং এর সামনে মুখ থুবড়ে পড়ে যায় কল্প তরু ট্রাস্ট। দল ১২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে একমাত্র দিক্ষণ দেববর্মা একমাত্র দুই অঙ্কের রানে পা রাখতে সক্ষম হয়। দিক্ষন ১০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। এছাড়া দল ১১ রান পায় অতিরিক্ত খাতে। ইয়ং ব্লাড ক্লাবের পক্ষে রাকেশ দাস (২/০), মুকেশ মারাক (২/৭) এবং রাজেশ চাকমা (২/৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইয়ং ব্লাড দল ৩৮ বল খেলে ১ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার হিরো লাল দাস ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং স্যামুয়েল চাকমা ৯ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া সঞ্জয় মালাকার ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে।
2022-04-30