প্রয়াগরাজের ঘটনায় শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনে যাবে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটিকে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : আগামীকাল শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সত্যানুসন্ধান কমিটির সদস্যরা। তৃণমূল সূত্রে খবর, শুক্রবার দুপুর ১২টায় জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে। এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, সমাজকর্মী তথা তৃণমূল নেতা সাকেত গোখলে ও উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী।

গত শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের খেভরাজপুরে দু’বছরের এক শিশু-সহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। রবিবার উত্তরপ্রদেশের ওই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছিল তৃণমূলের পাঁচ সদস্যের এই সত্যানুসন্ধান কমিটি। পরে মানবাধিকার কমিশনে লিখিত ভাবে একটি চিঠিও দিয়েছিল এই কমিটি। শুক্রবার সরাসরি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন তৃণমূলের প্রতিনিধিরা।