নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার দিল্লিতে মধ্যপ্রদেশ বিজেপির কোর গ্রুপের বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্য সভাপতি ভিডি শর্মা, স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে এই বৈঠক বলে জানা গিয়েছে। বৈঠকে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ সরকারের কার্যকারিতা নিয়েও একটি সমালোচনামূলক মূল্যায়নে বিস্তারিত আলোচনা করা হবে বলেও সূত্র জানিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ২৩ এপ্রিল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। দুই নেতার মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে আলোচনা হয়। চৌহান রাজ্যে উন্নয়নমূলক কাজের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।