বিরাশী মাইল, ২৮ এপ্রিল : লংতরাই ভ্যালির ৮২ মাইল এলাকায় পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। সকাল ৯টা থেকে স্থানীয় লোকজন জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে জাতীয় সড়কে সব ধরনের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধ স্থলের দু’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। প্রচন্ড গরমের মধ্যে মাঝ পথে যানবাহন আটকে পড়ায় যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে।
অবরোধকারীরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং পানীয় জল সরবরাহ করার দাবিতেই এলাকার জনগণ জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, এই সমস্যা স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের কর্মকর্তাদের নজরে আনা সত্ত্বেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেছেন।
অবরোধকারীরা আরো জানান, এলাকায় পাইপলাইনে পানীয় জল সরবরাহ করা হতো। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় পাইপলাইনে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পাইপলাইনে পানীয় জল সরবরাহ না করায় এলাকায় জল সংকট চরম আকার ধারণ করেছে। তাঁদের বক্তব্য, এলাকায় বিকল্প জলের কোন ব্যবস্থা নেই। ফলে সমস্যা জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে। পরিস্থিতির চাপে বাধ্য হয়েই তারা জাতীয় সড়ক অবরোধের শামিল হয়েছেন।
দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের কর্মকর্তারা খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন। তাঁরা অবরোধকারীদের আশ্বস্ত করেন, ট্যাংকারে করে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই স্থানীয় জনগণ আপাতত অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং পানীয় জল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

