Covid19: কোভিড-সংক্রমণ ৩ হাজারের ঊর্ধ্বে, ভারতে সুস্থতার হার কমে ৯৮.৭৪ শতাংশ

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ৩-হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। স্বস্তির বিষয় হল, মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (বুধবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩৯ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৬৬ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১৬,৯৮০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭০১ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৯ লক্ষ ৫৩ হাজার ৪৩৭ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৮,৪০,৭৫,৪৫৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৩,৬৯৩ জন (১.২২ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৫৬৩ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৫,২৮,১২৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *