আগরতলা, ২৮ এপ্রিল : বেতন বৈষম্যের জবাব চেয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকারা। এদিন তাঁরা শিক্ষা ভবন ঘেরাও করে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন।
তাঁদের বক্তব্য, সেন্ট্রাল বোর্ডের তরফে জানানো হয়েছে সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর এবং ডিএলএড উত্তীর্ণ হতে হবে। সেই অনুযায়ী উপযুক্ত সমস্ত প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করলেও সর্বশিক্ষা শিক্ষকদের বেতন বৈষম্য মিটছে না। অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে ডি.এল.এড উত্তীর্ণ হলেও তাদেরকে এখনো নন সার্টিফাইড বলে বিবেচনা করা হচ্ছে। ফলে বেতনের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে।
এদিন শিক্ষা ভবন চত্বর থেকে সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকারা রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দেন। পর্যাপ্ত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাদের বেতন বৈষম্যের শিকার হতে হবে সেই দাবিতেই এদিন সরব হন শিক্ষক-শিক্ষিকারা। অবিলম্বে তাদের এই সমস্যা নিরসরণে সরকার যেন ভূমিকা গ্রহণ করে তার দাবি উঠেছে।