আগরতলা, ২৫ এপ্রিল : পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে খোয়াইয়ের চাম্পাহাওয়র থানা এলাকার বেহালা বাড়িতে খোয়াই-কমলপুর সড়ক অবরোধ করেন এলাকাবাসী। টানা ৫ ঘণ্টা সড়ক অবরোধ থাকার ফলে যাত্রী দুর্ভোগ চরমে আকার ধারণ করে। অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে যান। প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন।
আলোচনাকালে অবরোধকারীরা প্রশাসনের কর্মকর্তাদের জানান দীর্ঘদিন ধরেই বেহালা বাড়ি সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে পানীয় জলের সংকট চলেছে। সেই সঙ্গে বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। এসব বিষয়ে স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের বারবার জানানো সত্ত্বেও ইতিবাচক সাড়া মিলছে না। তাই বাধ্য হয়ে তারা খোয়াই-কমলপুর সড়ক অবরোধ করেন বলে জানিয়েছেন। অবরোধকারীদের সঙ্গে আলোচনাকালে প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় শীঘ্রই এলাকায় ট্যাংকারে করে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিদ্যুৎ নিগমের কাছে অনুরোধ জানানো হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। অবরোধের ফলে সকাল থেকেই অবরোধ স্থলের দু’পাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদের দুর্ভোগ চরম ধারণ করে। টানা পাঁচ ঘণ্টা অবরোধ থাকার পর অবরোধ প্রত্যাহার করা হয়। তাতে স্বস্তি ফিরে যাত্রীদের মধ্যে।