কৈলাসহর, ২৫ এপ্রিল : কৈলাসহর এবং ইরানি থানার যৌথ উদ্যোগে প্রচুর পরিমাণ বিলাতি মদ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আনুমানিক নয়টা নাগাদ কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক ডক্টর চন্দন সাহার নেতৃত্বে কৈলাসহর পুর পরিষদ বৌলাপাশা এলাকার শংকর পালের ভূষিমাল দোকানে অভিযান চালানো হয়। এছাড়াও ছিলেন টিএসআর এবং সিআরপিএফ জওয়ানরা।
একদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছেন। অন্যদিকে অবৈধভাবে রাজ্যে নেশা সামগ্রির বাণিজ্য বেড়েই চলেছে। কৈলাসহর মহাকুমাও বাদ পড়ছে না নেশা কারবারে। এ দিনের মদ বিরোধী অভিযানে শংকর পালের দোকান থেকে মোট ৯৬ বোতল বিলাতী মদ আটক করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি দোকান মালিক শংকর পালকেও আটক করে পুলিশ। এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান পুলিশ আধিকারিক।