নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): সমস্ত শক্তি জুগিয়ে হিমাচল প্রদেশে ঝাঁপিয়ে পড়তে চাইছে আম আদমি পার্টি (আপ)। ইতিমধ্যেই হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় রোড-শো ও জনসভা করেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। কিন্তু, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা জয়রাম ঠাকুরের মতে, আপ-এর মতো বহিরাগতদের মেনে নেবেন না হিমাচল প্রদেশের জনগণ।
সোমবার দিল্লির হিমাচল ভবনে নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধন করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। উদঘাটন অনুষ্ঠানের পর তিনি বলেছেন, “আকারের দিক থেকে হিমাচল প্রদেশ হয়তো ছোট রাজ্য, কিন্তু মূল্যবোধ, আবেগ রয়েছে মানুষের। বহিরাগত কাউকে মেনে নেওয়া তাঁদের পক্ষে কঠিন ব্যাপার।” হিমাচল প্রদেশের জনগণ বুদ্ধিমত্তার সঙ্গে ভোট দেবেন বলেও আশাবাদী জয়রাম ঠাকুর।